Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১) কৃষি বিষয়ক আধুনিক প্রযুক্তি বিষয়ক তথ্যাদি জানতে ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তার পরার্মশ নেন অথবা কৃষি অফিসে যোগাযোগ করুন।

২)ফসলের নতুন উফশী ও হাইব্রিড জাত সর্ম্পকে জানতে উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে।

৩)সার বীজ ও অন্যান্য কৃষি উপকরন সহজে পেতে নিকটস্থ সার ও বীজ ডিলারদের দোকানে আসতে হবে।

৪) কৃষি বিষয়ক যাবতীয় পরার্মশ ও সেবা পেতে ইউনিয়ন কমপ্লেক্সে অবস্থিত কৃষি তথ্য ও পরার্মশ কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

৫)ফসলের পোকা ও রোগ প্রতিকার প্রতিরোধে পরার্মশ পেতে এসএএও গনের সহায়তা নিতে হবে।

৬)ফসলের সার প্রয়োগের মাত্রা ও সার প্রয়োগের সময় জানতে এসএএও গনের সহায়তা নিতে হবে।