Wellcome to National Portal
Main Comtent Skiped

at a glance

কুমিল্লা সদর উপজেলা বা কুমিল্লা আদর্শ সদর উপজেলা বাংলাদেশের কুমিল্লা জেলার একটি প্রশাসনিক এলাকা। ১৯৪৭ সালে দেশ বিভাগের পরবর্তী সময়ে ১৯৬০ সালে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা। ১৯৮৪ সালে উপজেলা পদ্ধতি চালু হলে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট হিসেবে আদর্শ সদর উপজেলা সরকারী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নপূর্বক জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে ২০০৫ সালে এ উপজেলার দক্ষিণ ভাগের কিছু অংশ নিয়ে সদর দক্ষিণ নামে একটি নতুন উপজেলা সৃষ্টি করা হয়। যার নাম রাখা কুমিল্লা আদর্শ সদর উপজেলা। প্রধান প্রধান ফসলের মধ্য রয়েছে ধান, গম, আলু ও বিভিন্ন প্রকার শাকসবজি। ফসলের এই বৈচিত্রের সমারোহে রয়েছে কৃষির বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহার, উচ্চফলনশীল হাইব্রিড জাতের সম্প্রসারণ ইত্যাদি। উপজেলায় কৃষির ভালো উৎপাদনের পাশাপাশি রয়েছে কিছু প্রতিবন্ধকতা যেমন- জলাবদ্ধতা ও বন্যা। উপজেলা সম্প্রসারণ পরিকল্পনা সরকারের একটি যুগপোযোগি উদ্যোগ যেখানে সংশ্লিষ্ট উপজেলার সামগ্রিক কৃষি পরিসংখ্যান তথ্য, উৎপাদন, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সুন্দরভাবে প্রতিফলতি হয়।

 

এক নজরে উপজেলার তথ্যাবলি

তথ্যাদি

জমির পরিমাণ(হেঃ)

 আয়তন

১৪১৯২

ইউনিয়ন (সংখ্যা)

০৬

সিটি কর্পোরেশন (সংখ্যা)

০১

মৌজা (সংখ্যা)

১৪৭

গ্রাম (সংখ্যা)

২০৬

ব্লক (সংখ্যা)

১৯

কর্মরত এসএএও (সংখ্যা)

১৮

মোট জনসংখ্যা

৫,৩২,৪১৯

শিক্ষিতের হার

৭০%

আবাদী জমি

৭৮৭০

স্থায়ী পতিত

১৫

সাময়িক পতিত

২০

জলাশয়

৫০৮৪

ঘর বাড়ি, অবকাঠামো ও অন্যান্য স্থাপনা

২০৬

চর

৫৫০

মোট

১৪১৯২



কৃষক পরিবার


কৃষক পরিবার ধরন

আদর্শ সদর উপজেলা

ক) বড় (>৩.০০ হেক্টর)

১৪৭

খ) মাঝারি (<৩.০০ হেক্টর)

১৪৭৮

গ) ক্ষুদ্র (<১.০০ হেক্টর)

৯৬০৮

ঘ) প্রান্তিক (<০.২ হেক্টর)

১২৬৫৬

ঙ) ভূমিহীন (<০.০২ হেক্টর)

৮৫৯৪

মোট কৃষক পরিবার

৩২৪৮৩

মোট বর্গা চাষী

৭৩১২



এইজেড অনুযায়ী জমির পরিমাণ (হেঃ)

এইজেড নং

সংক্ষিপ্ত বৈশিষ্ট্য

উপজেলার নাম আদর্শ সদর

১৯

পুরাতন মেঘনা প্লাবনভূমি

৫১০

২২

উত্তর পূর্ব পাদভূমি

৫১৪৫

২৯

উত্তর পূর্ব পাহাড়ী অঞ্চল

২২১৫

মোট

৭৮৭০



কৃষি জমির পরিমাণ (হেঃ)

কৃষি জমি

পরিমাণ (হেঃ)

নীট ফসলী জমি

৭৮৭০

এক ফসলী জমি

২৮

দুই ফসলী জমি

৪৯০০

তিন ফসলী জমি

২৬৩০

তিনের অধিক ফসলী জমি

৬৩২

মোট ফসলী জমি

১৮৯৭০

ফসলের নিবড়িতা

২৪১.০৪%



সার ও বীজ ডিলারের সংখ্যা

সার ও বীজ ডিলার

সংখ্যা

বিসিআইসি সার ডিলার

বিএডিসি সার ডিলার

১৩

খুচরা সার বিক্রেতা

৪৯

বিএডিসি বীজ ডিলার

২২



বালাইনাশক ডিলার সংখ্যা

বালাইনাশক ডিলার

সংখ্যা

পাইকারী

১৫

খুচরা

৭৯

মোট

৯৪



উপজেলার জনসংখ্যা বিষয়ক তথ্য

ক) পুরুষ

২৭০১৬৯

খ) মহিলা

২৬২২৫০

মোট

৫৩২৪১৯

প্রতি বর্গ কিলোমিটারে লোক সংখ্যা

৩৭৩০



উপজেলায় খাদ্য উৎপাদন পরিস্থিতি ২০২৪-২৫

উপজেলা

মোট জনসংখ্যা (জন) বিবিএস এর তথ্যানুযায়ী

খাদ্য গ্রহণকারী জনসংখ্যা (১১% শিশু বাদে)

বার্ষিক খাদ্য চাহিদা (মেট্রিক টন) (৪৪২ গ্রাম দিন/জন)

বীজ, গোখাদ্য বাবদ অপচয়(১১.৫৮%)

মোট চাহিদা (মেট্রিক টন)

মোট উৎপাদন (চাল, গম, ভুট্টা মেট্রিক টন)

খাদ্য ঘাটতি (+/-)

আদর্শ সদর

৫৩২৪১৯

৪৭৩৮৫৩

৭৬৪৪৫

৮৮৫২

৮৫২৯৭

৪৭২৬১

৩৮০৩৭ (অন্যান্য উৎস হতে সরবরাহ হয়)



সেচ সংক্রান্ত তথ্যাবলী

সেচ যন্ত্রের ধরন

সংখ্যা

সেচকৃত জমি (হেঃ)

গভীর নলকূপ

৯৪

৩৭৬৪

অগভীর নলকূপ

১৯২

১৫০৫

লো লিফ্ট পাম্প

৭৯১

১০৬৫

অন্যান্য

৫৪

২০০

মোট

১১৩১

৬৫৩৪



ব্যবহৃত কৃষি যন্ত্রপাতির নাম ও সংখ্যা

কৃষি যন্ত্রপাতির নাম

সংখ্যা

ট্রাক্টর

২৫

পাওয়ার টিলার

৩৮

সিডার

০১

রাইস ট্রান্সপ্লান্টার

০১

পেডেল থ্রেসার

২৫০

পাওয়ার থ্রেসার

৯০০

ফুট পাম্প

১৫

উইডার

১৫০

ধান ভাঙ্গানো যন্ত্র

৯০

হস্থচালিত স্প্রে মেশিন

৯৭৫



নার্সারি সংখ্যা

নার্সারি

সংখ্যা

  সরকারী নার্সারি (হর্টিকালচার সেন্টার ও বিএডিসি নার্সারি, সৈয়দপুর)

ব্যক্তি মালিকানা

১২

মোট

১৪



উপজেলার শস্যবিন্যাস

জমির ব্যবহার

রবি

খরিপ-১

খরিপ-২

জমির পরিমাণ (হেঃ)

 

এক ফসলি জমি

আদা

আদা

আদা

০২

হলুদ

হলুদ

হলুদ

০৭

ফল

ফল

ফল

১৪

আখ

আখ

আখ

০৫

মোট

২৮

জমির ব্যবহার

রবি

খরিপ-১

খরিপ-২

জমির পরিমাণ (হেঃ)

দুই ফসলি জমি

বোরো

পতিত

রোপা আমন

৪৪৬৬

সবজি

পতিত

রোপা আমন

২১৪

ভুট্টা

পতিত

সবজি

১৫

সবজি

পতিত

সবজি

১৭৫

পতিত

আউশ

রোপা আমন

৩০

মোট




৪৯০০

জমির ব্যবহার

রবি

খরিপ-১

খরিপ-২

জমির পরিমাণ (হেঃ)

তিন ফসলি জমি

বোরো

আউশ

রোপা আমন

২০৭৪

সবজি

সবজি

সবজি

২০০

বোরো

সবজি

সবজি

২০০

সবজি

সবজি

রোপা আমন

৯২

আলু

ভুট্টা

সবজি

৪০

বোরো

 আউশ

সবজি

২০

মোট




২৬২৬

জমির ব্যবহার

রবি

খরিপ-১

খরিপ-২

জমির পরিমাণ (হেঃ)

তিন ফসলের অধিক জমি

আলু+বোরো

আউশ

রোপা আমন

২০০

সবজি+সবজি

সবজি

সবজি

৪৬

সরিষা+বোরো

আউশ

রোপা আমন

৫০


অন্যান্য


২০

মোট

৩১৬

নীট ফসলি জমি

৭৮৭০